বিনোদন

স্বামীর প্রতি ভালোবাসায় তনির আবেগঘন স্ট্যাটাস

প্রবাহ বিনোদন : ব্যাংককের একটি হাসপাতালে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। গত বুধবার স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তনি নিজেই স্বামীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। স্বামীর লাশ নিয়ে দেশে ফিরছেন তনি। গত বৃহস্পতিবার এক পোস্টে তিনি লিখেছেন, ‘সেইম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি।’ তনির পোস্টে ভক্ত-শুভাকাক্সক্ষী ও নেটিজেনরা স্বামীর আত্মার শান্তি কামনায় দোয়া করেছেন। তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ব্যাংককের চিকিৎসাধীন ছিলেন শাহাদাৎ। উল্লেখ্য, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button