বিনোদন

ভালোবাসা দিবসে সন্তানের জন্য বুবলীর স্পেশাল ভালোবাসা

প্রবাহ বিনোদন : আসছে ভালোবাসার বিশেষ দিন ভ্যালেন্টাইনস ডে। বছরে বিশেষ এই দিনটি নিয়ে একেক জনের অভিমত একেক রকম। এর বাইরে নন তারকারাও! অনুরাগীরাও জানতে চান, ভালোবাসা দিবসকে কে, কীভাবে নেন। তাদের জন্য এবার দিবসটি ঘিরে ভালোবাসার মানে জানালেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নানা প্রসঙ্গে কথা বলেন বুবলী। ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালোবাসা মানে আমার কাছে বিশ^াস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন। বুবলী বলেন, ‘আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানকে নিয়েই।’ মানুষের আচরণ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা, যাতে অন্যরা কষ্ট পায়।’ ঢালিউডে বেশ আলোচিত শবনম বুবলী। ভালোবেসে বিয়ে করেছিলেন সুপারস্টার শাকিব খানকে। তবে সেই সংসার চিরস্থায়ী হয়নি। বর্তমানে একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে সিংগেল লাইফ কাটাচ্ছেন চিত্রনায়িকা। তবে সন্তানের জন্যই শাকিব খানের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে বুবলীর। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর দুই সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’। সিনেমা দুটিতে তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ ও আদর আজাদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button