বিনোদন

সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের সুযোগ, চিত্রনাট্য আহ্বান

প্রবাহ বিনোদন: সরকারের অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
২৬ ফেব্রুয়ারি এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে, আগ্রহী নির্মাতা ও প্রযোজকদের আগামী ৭ এপ্রিল বিকেল চারটার মধ্যে চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য, অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্যাকেজ তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র দেশীয় নির্মাতা ও প্রযোজকরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরাই চিত্রনাট্য জমা দিতে পারবেন।
আবেদনপত্রের সঙ্গে নির্মাণ পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাবের ১২টি কপি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে জমাকৃত চিত্রনাট্য পর্যালোচনা করে অনুদানের জন্য নির্বাচন করা হবে।
সরকারের এই অনুদান চলচ্চিত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button