বিনোদন

ঈদে প্রকাশ পাচ্ছে আসিফ আকবরের নতুন গান

প্রবাহ বিনোদন: জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রতি বছর ঈদ উপলক্ষে নতুন গান উপহার দেন তার ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন রোজার ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘ফিরে পাব কি আবার’। গানটি মুক্তি পাবে এফ এ মিউজিকের ইউটিউব চ্যানেলে।
‘ফিরে পাব কি আবার’ গানটির কথা লিখেছেন গীতিকার ফারুক আনোয়ার, সুর ও সংগীতায়োজন করেছেন স¤্রাট আহমদ। নতুন এই গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে একটি ভালো গানের ভূমিকা অনেক। এই গানের কথা, সুর এবং সংগীতায়োজন আমার খুব ভালো লেগেছে। স¤্রাট অত্যন্ত মেধাবী সংগীত পরিচালক, তিনি গানটিতে অসাধারণ কাজ করেছেন। আশা করছি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
গানটির গীতিকার ও এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, ‘কথার সঙ্গে সুরের সঠিক মেলবন্ধন না হলে গানের আবেদন কমে যায়। এই গানের সুর ও সংগীতায়োজন চমৎকারভাবে করেছেন স¤্রাট আহমেদ। আসিফ আকবর বরাবরের মতোই তার অনবদ্য কণ্ঠে গানটিকে নতুন মাত্রা দিয়েছেন। আমরা দর্শকদের জন্য একটি সুন্দর মিউজিক ভিডিওর মাধ্যমে গানটি উপস্থাপন করবো। আশা করছি, শ্রোতাদের মনে গানটি জায়গা করে নেবে।’
সংগীত পরিচালক স¤্রাট আহমদ বলেন, ‘আসিফ ভাইয়ের মতো একজন কিংবদন্তি শিল্পী যখন গান করেন, তখন সেটি আরও বিশেষ যতেœর দাবি রাখে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
চলতি বছরের শুরুতেই আসিফ আকবর পরপর দুটি গান উপহার দিয়েছেন শ্রোতাদের। ‘মন জানে’ ও ‘আয় ফিরে আয়’ নামের এই গান দুটি ইতোমধ্যে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। ‘আয় ফিরে আয়’ গানের ভিডিওতে আসিফ ব্যান্ড সেটআপ নিয়ে গান গেয়েছেন, যেখানে রক ও মেটালের ফিউশন ব্যবহার করা হয়েছে। গানটির কথা লিখেছেন জয় চক্রবর্তী এবং সংগীত পরিচালনা করেছেন রাজিব মোনা।
অন্যদিকে, ‘মন জানে’ গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ¯েœহাশীষ ঘোষ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
এবারের ঈদেও নতুন কিছু গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন আসিফ আকবর। তার অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ খবর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button