বিনোদন

গৃহকর্মী নির্যাতনের অভিযোগ: ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের দাবি পরীমনির

প্রবাহ বিনোদন: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, নিজের এক বছরের শিশুকে খাওয়ানো নিয়ে বিরোধের জেরে গৃহকর্মী পিংকি আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি। ঘটনার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন পিংকি।
এ প্রসঙ্গে ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”
অভিযোগ সামনে আসার পরই শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে একটি ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন পরীমনি। প্রায় ২১ মিনিটের দীর্ঘ সেই লাইভে তিনি বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগটি ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো অপরাধ করিনি, বরং আইনকে সম্মান করেই বিষয়টি মোকাবিলা করব।”
পরীমনি তার বক্তব্যে জানান, অভিযুক্ত ব্যক্তি পিংকি আক্তার তার বাসায় এক মাসেরও কম সময় কাজ করেছেন এবং তাকে স্থায়ী গৃহকর্মী হিসেবে বিবেচনা করা যায় না। তিনি আরও বলেন, “আমি যে পরিবেশে বাস করি, সেখানে আমার আত্মীয় বলতে আমার স্টাফরাই আমার পরিবার। ফাদার্স ডে, মাদার্স ডে কিংবা ভালোবাসা দিবসÑসব সময় আমি তাদের নিয়েই থাকি।”
তিনি জানান, তার বাসায় দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, তাদের কেউই কোনোদিন এমন অভিযোগ তোলেননি। “আমার বাসায় একজন ৯ বছর ধরে আছেন, ড্রাইভার আছেন ৪ বছর। তাহলে হঠাৎ এক মাসের মাথায় এই অভিযোগ কেন?”Ñপ্রশ্ন তোলেন পরীমনি।
ফেসবুক লাইভে তিনি গণমাধ্যমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। বলেন, “আমি কোনো অপরাধ করলে শাস্তি প্রাপ্য। কিন্তু একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে যেভাবে আমাকে গণমাধ্যমে ‘দোষী’ বানিয়ে তোলা হলো, তা কি মিডিয়া ট্রায়াল নয়? কোনো অভিযোগ প্রমাণ হওয়ার আগেই একজন মানুষকে কাঠগড়ায় তোলা কতটা ন্যায়সঙ্গত?”
তিনি দাবি করেন, তার হাতে প্রয়োজনীয় সব তথ্যপ্রমাণ আছে, কিন্তু সেগুলো তিনি এখনই প্রকাশ করছেন না, কারণ আইনের ওপর তার শ্রদ্ধা রয়েছে।
পরীমনি জানান, অভিযোগের পরদিন রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পুলিশ তার বাসায় এসে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। “তারা আমার স্টাফদের সঙ্গে কথা বলেছে, পরিস্থিতি স্বাভাবিক ছিল,”বলেন তিনি।
লাইভের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। চোখে পানি এসে যায় তার। তিনি বলেন, “আমি শুধু এতটুকু চাই, মিডিয়া যেন ধৈর্য ধরে সত্য উন্মোচনের অপেক্ষা করে। কারণ, জনগণ এখন নিজেরাই একটা মিডিয়া। তারা যেমন প্রশ্ন করে, তেমনি বিচারও করে।”
উল্লেখ্য, পরীমনি বর্তমানে ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’সহ একাধিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয়ের কাজ করছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, যা নিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button