‘বরবাদ’ সিনেমা ঘিরে বিতর্কের অবসান: ডিওপি শৈলেশ বললেন ‘এটা ছিল ¯্রফে ভুল বোঝাবুঝি’

প্রবাহ বিনোদন: ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’ মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তার পাশাপাশি শিরোনামে থেকেছে নানা কারণে। তবে সম্প্রতি সিনেমাটির সিনেমাটোগ্রাফার (ডিওপি) নিয়ে একটি বিতর্ক দেখা দিলেও, অবশেষে তার সুসমাপ্তি হয়েছে বলে জানালেন ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি। বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে পরিষ্কার করেন।
সাত দিনের মাথায় দর্শকের বিপুল সাড়া পাওয়া ‘বরবাদ’ সিনেমার সিনেমাটোগ্রাফিতে নিজের অবদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শৈলেশ। তিনি অভিযোগ করেন, ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় তাঁকে যথাযথ কৃতিত্ব (ক্রেডিট) দেননি। পরিচালক কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি পোস্টে শৈলেশ মন্তব্য করেন, “আমি এই সিনেমার প্রধান সিনেমাটোগ্রাফার। কিন্তু আমাকে উপেক্ষা করে অন্য একজনকে এই কৃতিত্ব দেওয়া হয়েছে।” এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
তবে একদিনের ব্যবধানে পরিস্থিতির মোড় ঘুরে যায়। ৬ এপ্রিল দুপুরে দেওয়া একটি ফেসবুক পোস্টে শৈলেশ আওয়াস্থি জানান, এই ঘটনার পেছনে ছিল একটি ভুল বোঝাবুঝি ও যোগাযোগের ঘাটতি। পরিচালক এবং প্রযোজকের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, “হৃদয় আমার ছোট ভাই। আমাদের মধ্যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছিল, যা এখন একেবারেই মিটে গেছে। আমরা পরিবারের মতো। পরিবারে মাঝে মতবিরোধ হতেই পারে, কিন্তু আমরা আবার একসঙ্গে বসে খাবার ভাগ করে নিই। এই বন্ধনটাই সবচেয়ে বড়।”
শৈলেশ আরও লেখেন, “দুঃখজনকভাবে কিছু ব্যক্তি এই ঘটনাকে ঘিরে নিজের স্বার্থসিদ্ধির জন্য পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছেন। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে ‘বরবাদ’ সিনেমাটি নিয়ে কোনো গুজব ছড়াবেন না। আমি ডিওপি হিসেবে এই প্রজেক্টে গর্বের সাথে কাজ করেছি, এবং সেটা পূর্ণ নিষ্ঠা ও সততার সাথেই।”
পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রশংসা করে তিনি বলেন, “একজন নির্মাতা হিসেবে হৃদয় দারুণ কাজ করেছে। সিনেমাটির সৃজনশীল চিত্রনির্মাণে আমরা সবাই আন্তরিকভাবে যুক্ত ছিলাম। কাজের মাঝেও সৌহার্দ্য বজায় থাকুক, সেটাই চাই।”
শৈলেশ ধন্যবাদ জানান প্রযোজক শাহরিন আখতার সুমি ও আজিম হারুন-কে। তিনি লেখেন, “১৬ কোটি টাকার বাজেটে আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করা নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। আমাদের প্রযোজকদ্বয় সত্যিকার অর্থেই মা-বাবার মতো পাশে ছিলেন। তাঁরা শুধু এই চলচ্চিত্রই নির্মাণ করেননি, বরং আমাদের বড় স্বপ্ন দেখার সাহসও জুগিয়েছেন।”
‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন ও ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট। ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল ও যিশু সেনগুপ্ত। পরিচালকের প্রথম সিনেমা হয়েও ‘বরবাদ’ দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পাচ্ছে। মুক্তির সাত দিন পরও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে দর্শকদের।
অবশেষে এই ভুল বোঝাবুঝির অবসান একদিকে যেমন সংশ্লিষ্টদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করলো, তেমনি সিনেমার শিল্পীদের পেশাদারিত্বেরও একটি উদাহরণ হয়ে থাকলো। অনেকে বলছেন, এই অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতে আরও স্বচ্ছতা ও সৌহার্দ্য বজায় রাখা সম্ভব হবে।