বিনোদন

এবার উর্দুতে মুক্তি পাচ্ছে ‘জংলি’

প্রবাহ বিনোদন : পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। যেটি গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখনও প্রদর্শিত হচ্ছে বিভিন্ন হলে। জানা গেছে, পাকিস্তানের প্রেক্ষাগৃহে উর্দু ভাষায় সেখানকার দর্শকরা ‘জংলি’ সিনেমাটি উপভোগ করতে পারবে। এ জন্য উর্দু ভাষায় সিনেমাটির ডাবিং করা হবে। ইতোমধ্যেই বাংলাদেশে দর্শকমহলে প্রশংসিত হয়েছে ‘জংলি’ সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র ও কানাডার ৪০টি থিয়েটারে এক যোগে মুক্তি পায় এটি। পাকিস্তানে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। সিনে এন্টারটেইনমেন্টের কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি সিনে এন্টারটেইনমেন্টর আসিফ চৌধুরী। শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সব চুক্তি হয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাবিং চলছে। এর মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে। এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। এছাড়াও অভিনয় করেছেন বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তী প্রিন্স মাহমুদ। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। এর আগেও অনেক বাংলাদেশি সিনেমা পাকিস্তানে মুক্তি পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা ফের সচল হয়। এই দুটি সিনেমা মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটাইলে মুক্তি দেওয়া হয় দেশটিতে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button