বিনোদন

শাকিব-মিষ্টির ছবি ঘিরে গুঞ্জনের ঝড়, সম্পর্ক নিয়ে প্রশ্ন ভক্তমহলে

প্রবাহ বিনোদন: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাতকে ঘিরে নতুন করে জোরালো হয়েছে আলোচনার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও রহস্যময় বার্তা পোস্ট করে মিষ্টি যেমন ভক্তদের আগ্রহে আগুন ঢেলেছেন, তেমনি জন্ম দিয়েছেন নানা জল্পনা-কল্পনার।
গতকাল সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। ছবিতে শাকিবকে দেখা যায় সাদা পাঞ্জাবি ও সানগ্লাসে, আর তার পাশে দাঁড়িয়ে মিষ্টি জান্নাত। ছবির ক্যাপশনে মিষ্টি লেখেন, “ভালো থাকবেন। প্রথম আমি।” সঙ্গে ছিল তিনটি লাল হৃদয়ের ইমোজি এবং ভালোবাসার চিহ্ন। মাত্র এই কয়েকটি শব্দেই আবারও শুরু হয় আলোচনা, তাদের মধ্যে কি বিশেষ কোনো সম্পর্ক তৈরি হয়েছে কি না।
এরও আগে, ২ জুলাই মিষ্টি শেয়ার করেছিলেন শাকিবের সঙ্গে আরেকটি ছবি, যেখানে ক্যাপশন ছিল “সেই ১ম বার।” তারও আগে ২ জুন মিষ্টি প্রকাশ করেছিলেন শাকিবের সঙ্গে বিমানে তোলা দুটি সেলফি, যেখানে তিনি লিখেছিলেন “লাভ লাভ।” প্রতিটি ছবিই নেটদুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়, আর ভক্তদের মধ্যে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ ধরেই নিচ্ছেন, এটি তাদের সম্পর্কের সূচনার ইঙ্গিত। অনেকে আবার মন্তব্য করছেন, সহশিল্পীর সঙ্গে ছবি শেয়ার করা একেবারেই স্বাভাবিক।
এমন আলোচনার মধ্যেই মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেছেন, “শুধু সেলফি না, আমরা তো পুরো দিন আড্ডা দিয়েছি। অনেকে লিখেছে, আমি নাকি দৌড়ে গিয়ে অনুরোধ করে ছবি তুলেছি! এসব দেখে বিরক্ত হয়েছি। আমি একজন ২৭ বছরের স্বাধীন নারী। আমার ইচ্ছে হলে আমি কারও সঙ্গেই ছবি তুলতে পারি। তাছাড়া শাকিব খান ২৫ বছরের ক্যারিয়ারের একজন সুপারস্টার, তার সঙ্গে ছবি তুলতে সমস্যা কোথায়?”
শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বিতর্ক কম নয়। অপু বিশ^াস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের খবরের পর, নতুন করে গুঞ্জন ছড়ায় যে, শাকিব নাকি এক চিকিৎসক পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন। সেই জায়গা থেকে অনেকেই ভাবছেন, মিষ্টিই সেই সম্ভাব্য পাত্রী কি না। যদিও মিষ্টি জান্নাত বা শাকিব খান-দুজনের কেউই তাদের সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে নেটিজেনদের একাংশের মতে, আলোচনায় থাকার জন্যই হয়তো একের পর এক শাকিবের সঙ্গে ছবি শেয়ার করছেন মিষ্টি জান্নাত। কারণ, এর আগেও অভিনেতা বাপ্পী বা ওপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা ছবি তিনি প্রকাশ করেছেন। তবে শাকিবের সঙ্গে মাত্র কয়েক মাসের ব্যবধানে তৃতীয়বার ছবি প্রকাশ করা নিয়ে এবার প্রশ্ন উঠেছে আরও বেশি।
মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত।
সবমিলিয়ে শাকিব-মিষ্টির সম্পর্ক এখন শুধুই গুঞ্জন নাকি সত্যিই কোনো নতুন সম্পর্কের শুরু, সে প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে ভক্তদের কৌতূহল এক বিন্দুও কমছে না। অনেকেই সামাজিক মাধ্যমে কমেন্ট করে লিখছেন, “দারুণ লাগছে দুজনকে একসঙ্গে,”“এই জুটি যেন সত্যি হয়,”আবার কেউ পরামর্শও দিচ্ছেন, “শাকিব ভাই এবার বুঝে শুনে সম্পর্ক গড়–ন।”
শাকিব-মিষ্টির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এই আলোচনায় ঢাকাই চলচ্চিত্র অঙ্গনেও বইছে নতুন উত্তেজনার হাওয়া।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button