বিনোদন

টালিউডে মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

প্রবাহ বিনোদন : বছর দুই আগে অনিক দত্ত পরিচালিত ‘যত কা- কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় কাজী নওশাবা আহমেদের। ২০২২ সালেই ছবির শুটিং সম্পন্ন হলেও পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের দুর্গাপূজায় তা মুক্তি পায়নি। অবশেষে চলতি বছরের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। গত শুক্রবার মোশন পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায়। মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে। নওশাবা বলেন, ‘সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্পে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে, আর প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’ ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়-এটা আমার জন্য বিশেষ আনন্দের।’ সব ঠিক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন নওশাবা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button