বিনোদন

প্রথম একক শো নিয়ে ঢাকায় অনি হাসান, সঙ্গে অল স্টারস

প্রবাহ বিনোদন: দেশের ব্যান্ড সংগীতের জগতে দীর্ঘদিন ধরে যার নাম আলোচিত, সেই গিটারিস্ট অনি হাসান প্রথমবারের মতো নিজের একক কনসার্ট নিয়ে ফিরছেন ঢাকায়। ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর সাবেক এই গিটারিস্ট, যিনি বর্তমানে চীনে বসবাস করছেন, এবার ঢাকার সংগীতপ্রেমীদের জন্য নিয়ে আসছেন এক ব্যতিক্রমধর্মী আয়োজন। আগামী বৃহস্পতিবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট।
ঢাকা ব্রডকাস্টের আয়োজনে ‘লেটস ভাইব-অনি হাসান ফিচারিং অল স্টারস’ শিরোনামের এই কনসার্টে অনির সঙ্গে মঞ্চ মাতাবেন দেশের প্রথম সারির ব্যান্ড তারকারা। মঞ্চ ভাগ করে নেবেন মিজান রহমান, পাওয়ারসার্জ ব্যান্ডের ভোকাল জামশেদ চৌধুরী, ব্যান্ড বাগধারার ভোকাল ও গিটারিস্ট কাজী জোহাদ ইয়াজদানী, ড্রামসের ওয়ালি মুহাম্মদ আকবর এবং কিবোর্ডে আরাফাত বসনিয়া। অনির গিটারের সুরে ভর করেই একসঙ্গে বাজাবেন ও গাইবেন এই শিল্পীরা। আয়োজকেরা জানিয়েছেন, এ আয়োজনটি হতে যাচ্ছে ঢাকায় অনি হাসানের প্রথম একক শো, যেখানে থাকছে তাঁর ধ্রুপদী শৈলী এবং প্রগ্রেসিভ মেটালের দুর্দান্ত মিশ্রণ। ঢাকার মঞ্চে যা আগে কখনো দেখা যায়নি।
কনসার্ট নিয়ে অনি হাসান বলেন, ১৮ জুলাই ঢাকায় আমার প্রথম একক শো-টিকিট এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। সবাই আসুন। সবাই মিলে একটি স্মরণীয় রাত উপহার দেব।”
এই কনসার্টের আরেকটি আকর্ষণ হচ্ছে গিটারপ্রেমীদের জন্য বিশেষ গিটার মাস্টারক্লাস। মাস্টারক্লাসটি পরিচালনা করবেন অনি হাসান নিজেই। তাঁর সঙ্গে এই সেশনে থাকবেন ইন্ডালো ব্যান্ডের গিটারিস্ট জুবায়ের হাসান এবং তৌকির তাজাম্মুলসহ দেশের স্বনামধন্য গিটারিস্টরা। মাস্টারক্লাসের টিকিট মূল কনসার্টের টিকিট থেকে আলাদা ভাবে কিনতে হবে। আয়োজকেরা জানিয়েছেন, সরাসরি অনি হাসানের কাছ থেকে শেখার এই সুযোগ পেতে টিকিট সংগ্রহ করতে হবে টিকি ফাই অনলাইন প্ল্যাটফর্ম থেকে।
কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। শিক্ষার্থীদের জন্য আর্লি বার্ড টিকিটের দাম ৮০০ টাকা, সাধারণ আর্লি বার্ড টিকিটের দাম ১,০০০ টাকা এবং মাস্টারক্লাস ও কনসার্টের কম্বো টিকিটের দাম ধরা হয়েছে ২,৫০০ টাকা। বিকেল ৩টা থেকে শুরু হবে মাস্টারক্লাস, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর সন্ধ্যায় শুরু হবে মূল কনসার্ট, যা চলবে রাত ১০টা পর্যন্ত।
মাত্র ১৮ বছর বয়সে গিটারিস্ট হিসেবে সঙ্গীতের ভুবনে পা রাখেন অনি হাসান। ক্যারিয়ারের শুরুতে ‘ভাইব’ ব্যান্ডে বাজিয়েছিলেন তিনি। পরে ‘ভাইব’-এর ভাঙনের পর যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ। ২০১১ সালে উচ্চশিক্ষার জন্য দেশ ছাড়েন অনি। বর্তমানে চীনে থেকে সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যেই দেশে ফিরে কনসার্টে অংশ নেন তিনি। সামাজিক মাধ্যমে প্রায়ই গিটার হাতে তাঁর নতুন নতুন সলো পারফরম্যান্স মুগ্ধ করছে গিটারপ্রেমীদের।
দেশীয় ব্যান্ডসঙ্গীতের ইতিহাসে অনি হাসান যে নিজের একটি স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন, এই একক কনসার্টের মধ্য দিয়ে সেটি আরও একবার প্রমাণ করতে যাচ্ছেন তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button