‘সাইয়ারা’ সিনেমার রেকর্ড গড়া বক্স অফিস যাত্রা: তিন দিনে আয় ৮৩ কোটি টাকা

এফএনএস বিনোদন: সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউডের রোমান্টিক ড্রামা সিনেমা ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে। মোহিত সুরি পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমার মূল আকর্ষণ নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডার অভিনয়। প্রেমকাহিনিকে ঘিরে নির্মিত এই সিনেমাটি দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে, অনেকে একে আশিকি সিরিজের যোগ্য উত্তরসূরি বলেও অভিহিত করছেন।
গত শুক্রবার মুক্তির পর, প্রথম দিনেই ছবিটি আয় করে ২১ কোটি টাকা। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ২৫ কোটি টাকায়। আর রোববার (২০ জুলাই) সর্বোচ্চ আয় করে ৩৭ কোটি টাকা। এই তিন দিনেই মোট আয় দাঁড়িয়েছে ৮৩ কোটি টাকায়।
দর্শকদের ভালোবাসা ও হলভর্তি শোয়ের জেরে ‘সাইয়ারা’ ইতোমধ্যেই পেছনে ফেলেছে শাহিদ কাপুরের বিখ্যাত সিনেমা ‘কবির সিং’-কে, যার তিন দিনের আয় ছিল ৭০.৮৩ কোটি টাকা। ‘সাইয়ারা’ সেখানে প্রায় ১৩ কোটি টাকা বেশি আয়ে এগিয়ে। বড় শহর তো বটেই, ছোট শহরেও সিনেমাটির চাহিদা তুঙ্গে। শুধু রবিবারেই হিন্দি অঞ্চলজুড়ে সিনেমাটির শো-র দখল ছিল প্রায় ৭১ শতাংশ।
ছবিটিতে অনীত পাড্ডাকে এর আগে দেখা গেছে ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ ওয়েব সিরিজে এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ সিনেমায়। আর এই সিনেমাই ছিল আহান পান্ডের বলিউড অভিষেক। তাদের রসায়ন, গান এবং নির্মাণশৈলী দর্শকদের মনে দাগ কেটেছে।
প্রেমভিত্তিক সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বরাবরের মতোই স্পষ্ট। আর এই সফলতার পর অনেকেই ভাবছেন, ‘সাইয়ারা’ সপ্তাহের বাকি দিনগুলোতেও আরও বড় রেকর্ড গড়বে।