বিনোদন

দেশপ্রেম নিয়ে নতুন সিনেমা আনছেন নিরব

প্রবাহ বিনোদন : অনেকদিন ধরেই যেন বেশ চাঙ্গা একটা সময় পার করছেন চিত্রনায়ক নিরব। একের পর এক সিনেমার ঘোষণা দিয়ে যাচ্ছেন। একটি সিনেমার কাজ শেষান্তে আসা মাত্রই যেন নতুন সিনেমার খবর নিয়ে সামনে হাজির হন। গত মঙ্গলবার ছিল গণ-অভ্যুত্থান দিবস। আর এই দিনেই দেশপ্রেমের নতুন সিনেমার ঘোষণা দিলেন এই নায়ক। সিনেমার নাম ‘দেশ’। এটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। সিনেমাটিতে নাম ভূমিকায় হাজির হবেন নিরব। অর্থাৎ দেশ হয়ে পর্দায় ধরা দেবেন। একইসঙ্গে দেশের জন্য লড়বেন পুলিশ অফিসারের চরিত্রে। চিত্রনায়ক নিরব বলেন, ‘ছবির গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে তাই ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণ-অভ্যুত্থান দিবস ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না।’ তিনি আরও বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও দেশ। নিজের নাম যখন দেশ হয় তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি আসে। এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমার হাতে এখন আরও দুটো সিনেমার কাজ রয়েছে যেটার একটা অলমোস্ট শেষ, আরেকটা সেপ্টেম্বরে শুরু করব। এগুলো শেষ করে আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘দেশ’ এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ওইদিন ছবিটির ফার্স্ট লুক উন্মোচন করারও চিন্তা রয়েছে।’ তাহলে ছবিটি কি আগামী বছরের ৫ আগস্ট মুক্তি দেবার পরিকল্পনা করছেন, এমন প্রশ্নে নিরব বললেন, ‘চিন্তা আছে কিন্তু সেটা এখনো বলা যাচ্ছে না। তবে আগামী বছরে মুক্তি পাবে এটুক এখন বলতে পারি। আর যদি এরমধ্যে সবকিছু গোছানো হয়ে যায় তাহলে আগামী ৫ আগস্টেও হতে পারে।’ এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অনিক বিশ^াস পরিচালিত, নিরব অভিনীত ‘শিরোনাম’ সিনেমাটি। এরপর সেপ্টেম্বরে পরীমনির সঙ্গে জুটি হয়ে তিনি শুরু করতে যাচ্ছেন ‘গোলাপ’ সিনেমা। সেটি পরিচালনা করছেন সামছুল হুদা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button