মালদ্বীপে স্বামীসহ রোম্যান্টিক ছুটি কাটাচ্ছেন মিম

প্রবাহ বিনোদন : স্বচ্ছ জলরাশির দেশ মালদ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশটিতে প্রতিনিয়ত পর্যটকরা ঘুরতে যান। এ তালিকায় হাই প্রোফাইল থেকে শুরু বিনোদন জগতের তারকারাও রয়েছেন। বর্তমানে সুন্দর দেশটিতে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার সঙ্গে রয়েছেন স্বামী সনি পোদ্দারও। কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে যান মিম। কখনও একা তো, কখনো পরিবারের সঙ্গে। পৃথিবীর নানা প্রান্তে হরহামেশাই অবকাশ যাপনে দেখা যায় এ নায়িকাকে। সুন্দর জায়গার ছবি পোস্ট করে জানান দেন নিজের অবস্থান। মালদ্বীপে স্বামীর সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন মিম। সেখানকার কিছু ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন তিনি। ওই সব ছবিতে হাস্যোজ্জ্বল এ দম্পতিকে দেখা গেছে। ফেসবুকে প্রকাশিত ছবিগুলোর পোস্টে ক্যাপশনে মিম লেখেন, ‘আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর।’ গত শুক্রবার রাতে করা মিমের পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে। ইতোমধ্যে পোস্টটিতে প্রায় ১০ হাজার রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে আড়াইশর বেশি। পোস্টের কমেন্টে মিমের এক ভক্ত লিখেছেন, ‘দুজনকে অনেক সুন্দর লাগছে।’ আরেকজন আবার ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘স্বপ্নের মতো সুন্দর’।