বিনোদন

নতুন লুকে নজর কাড়লেন ফারিণ

প্রবাহ বিনোদন : নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয়ের পর এখন রীতিমতো বড় পর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। সর্বশেষ গত ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সেখানে নায়িকা হিসেবে ব্যাপক নজর কেড়েছেন দর্শকের মাঝে। তবে শুধু বাংলা সিনেমাই নয়, ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে মিষ্টি হাসির এই অভিনেত্রীর। তবে শুধু অভিনয়েই নয়, সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য ভক্তদের পছন্দের একজন এই ফারিণ। তবে এতেই সীমাবদ্ধ নেই তার সৌন্দর্যতার! পশ্চিমা পোশাকেও সমান মোহনীয় এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাসনিয়া ফারিণের বেশ কিছু ছবি ভাইরাল। সেখানে দেখা যায়, ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন হয়ে উঠেছেন পুরোদমে একজন গ্ল্যামার গার্ল! কালো সিকুইন সজ্জিত ক্রপ টপ ও হাইওয়েস্ট বটমে নিজেকে সাজিয়েছেন ফারিণ। এছাড়াও এই লুকের সঙ্গে তার মেকআপ, অর্নামেন্টস ও বাড়িয়ে দেয় তার সৌন্দর্য, নান্দনিকতা। একপাশে স্টাইল করা সিকুইনের ঝলমলে শ্রাগ, কানে সাদা পাথরের ঝুলন্ত দুল, মাথার ওপরে রাখা কালো চশমা। ফারিণের নতুন এই গ্ল্যামারের ছবি দেখে মুগ্ধ তার ভক্তরা; মন্তব্যঘরে প্রশংসা, ভালোবাসাও ছড়িয়েছেন। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এরপর ছোট পর্দা ছাড়িয়ে এ পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক ঘটে এই নায়িকার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button