বিনোদন

লেজার ভিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন হিমি

প্রবাহ বিনোদন : প্রযোজনা সংস্থা লেজার ভিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার দাবি, বিনা অনুমতিতে প্রযোজনা সংস্থাটি নিজেদের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ জোকস লিখে প্রচার করছে। তবে হিমির এ অভিযোগ আমলে নিয়ে দুঃখপ্রকাশ করেছে লেজার ভিশন কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত হয় লেজার ভিশনের ফেসবুক পেজে হিমির ছবি ব্যবহার করে একটি ফটো কার্ড প্রকাশ করার মধ্য দিয়ে। অভিনেত্রীর দাবি, প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত সেই ফটো কার্ডে যে কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনো নাটকের ডায়লগ নয়; ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে প্রযোজনা সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ এনে অভিনেত্রী লেখেন, ‘লেজার ভিশন লিমিটেড, আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান, নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি, আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’ অভিনেত্রীর এই অভিযোগ আমলে নিয়েছে লেজার ভিশন কর্তৃপক্ষ। ইতোমধ্যেই তারা ফেসবুক থেকে আপত্তিকর সংলাপ লেখা সব ফটো কার্ড সরিয়ে নিয়েছেন। দুঃখপ্রকাশ করে সামাজিকমাধ্যমে জনপ্রিয় জুটি জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে মেনশন করে লেজার ভিশন লিখেছে, ‘আমরা লেজার ভিশন সবসময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি এবং সকল শিল্পী-কলাকুশলী সবাইকে আমরা সম্মানের চোখে দেখি! সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। আগামীতে এ ধরনের ভুল ইনশাআল্লাহ আর কখনও হবে না!’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button