বিনোদন

রঙিন শাড়িতে মুগ্ধতা ছড়ালেন রোজা

প্রবাহ বিনোদন : দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ। ফের নিজের স্টাইল দিয়ে চলে এলেন আলোচনায়। সামাজিক মাধ্যমে তার অসংখ্য ভক্ত-অনুরাগী; তাই নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোও ভাগ করে নেন নিয়মিত। এবার রঙিন শাড়িতে ধরা দিয়ে তাদের মন মাতালেন রোজা। এর আগে তাকে দেখা গেছে ওয়েস্টার্নে কিংবা টপসে; আবার কখনো ট্রাডিশনাল স্যালোয়ারে বা গাউনে। শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী; তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিলো প্রথম। ফের আবারও শাড়িতে দেখা গেল তাকে; আরও ভিন্নভাবে, আকর্ষণীয় লুকে। রোজা আহমেদ প্রায়ই তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। তারই ধারায় গত রোববার রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন। ছবিতে দেখা যায়, হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন তিনি। শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে রয়েছে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া, যা এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে। এর সঙ্গে মিলিয়ে পরেছেন একটি উজ্জ্বল হলুদ রঙের ভি-নেক ব্লাউজ। সাজে রেখেছেন ¯িœগ্ধতার ছোঁয়া; স্মোকি চোখ আর ন্যুড লিপস্টিকে হয়ে ওঠেন আকর্ষণীয়। সঙ্গে খোলা চুলে তার সৌন্দর্য যেন আরও বেড়ে যায় বহুগুণ। দুটি ছবির একটিতে এক হাত চুলে দিয়ে আনমনা ভঙ্গিতে পোজ দিয়েছেন রোজা, অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে আছেন পাশের দিকে। রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ আর মনোমুগ্ধকর চাহনি ভক্তদের মনও যে রাঙিয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য। ছবি দুটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়; মন্তব্যঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা। একজন ভক্ত লিখেছেন, ‘সত্যিকারের সৌন্দর্য্য’। আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে পরীর মতো লাগছে।’ কেউ কেউ তার রঙিন শাড়ির সৌন্দর্যেরও আলাদা করে প্রশংসা করেছেন। চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা আহমেদ। ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন রোজা। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button