সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা

প্রবাহ বিনোদন : বিনোদন অঙ্গন মানেই আলো-ঝলমলে দুনিয়া। আর এই দুনিয়ার মানুষদের নিয়ে গুজব, কৌতূহল আর সমালোচনারও যেন শেষ নেই। ছোট্ট একটি ছবি বা সাধারণ কোনো ভিডিও-মুহূর্তেই নেটিজেনদের আলোচনার খোরাক। তারকা হলে তো কথাই নেই। সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ভ্রমণবিষয়ক কিছু রিলস ঘিরে এমনই নেতিবাচক মন্তব্য শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ প্রশ্ন তুলেছেন তার আয়ের উৎস নিয়ে, আবার কেউ বা জানতে চেয়েছেন-তিনি এত ঘুরতে যান কীভাবে। প্রভা অবশ্য নীরব থাকেননি। এক সাক্ষাৎকারে খোলাখুলি উত্তর দিয়েছেন সব প্রশ্নের। তিনি বলেছেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুজনই ওয়ার্কিং। তারা শিক্ষিত, আর ছোটবেলা থেকেই আমাকে ঘুরতে নিয়ে যেতেন।’ এই কৃতজ্ঞতার সুরেই অভিনেত্রী যোগ করেন, ‘মা-বাবা অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ।’ তবে নেতিবাচক মন্তব্যকারীদেরও উপেক্ষা করেননি প্রভা। তার মতে, ‘মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই এসব আসে। কোনো কিছুই, কোনো অ্যাচিভমেন্টকেই ওরা আসলে সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।’ তিনি বিশ^াস করেন, এই মানসিকতা শুধু গ্ল্যামার ইন্ডাস্ট্রির নয়-সমাজের নানা ক্ষেত্রেই দেখা যায়। আর তাই তিনি আরও স্পষ্টভাবে জানান, ‘আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরও বেশি করে দেখাব, যাতে করে কারও মনে না হয় যে, অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই।’