ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন স্পর্শিয়া

প্রবাহ বিনোদন : কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। এখন চলছে এ সিরিয়ালের পঞ্চম সিজন। পূর্বের মতো নতুন সিজনে দর্শক মাত করছে কাবিলা, হাবু, পাশা চরিত্র। এবার নতুন একটি চরিত্র যুক্ত করেছেন নির্মাতা। আর এই নারী চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। ব্যাচেলর পয়েন্টে যুক্ত হয়ে উচ্ছ্বসিত স্পর্শিয়া বলেন, “গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এজন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরো বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দেই। তাছাড়া এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়।” পরিচালক অমির প্রশংসা করে স্পর্শিয়া বলেন, “এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি। তিনি মেধাবি একজন মেকার। সব আর্টিস্টই চান, ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং হবে। বাকিটা দর্শকরা বলবেন।” স্পর্শিয়াকে এ ধারাবাহিকে যুক্ত করার বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “ব্যাচেলর পয়েন্টে ফিমেল চরিত্রের চেয়ে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরো নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি।” স্পর্শিয়ার চরিত্র দর্শকদের জন্য ‘চমক’ বলে মন্তব্য করেছেন নির্মাতা। তার ভাষায়-“তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ। পাশাপাশি এটি দর্শকের কাছে বিশ^াসযোগ্য মনে হবে। স্পর্শিয়ার সঙ্গে কারো ‘পেয়ার’ হয় কি না বা তার চরিত্র কতটা আনন্দিত করবে সেটা সিজন ফাইভে নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।” ২০১৯ সালের শেষের দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। ২০২১ সালের ১৩ এপ্রিল ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তৃতীয় সিজনের শেষ পর্ব (৭৯)। এরপর চতুর্থ সিজন নির্মাণের দাবি জানান দর্শকরা। এ সিজন শেষ হওয়ার আড়াই বছর পর নির্মিত হয় পঞ্চম সিজন; যা প্রচারে আসার পর পূর্বের জনপ্রিয়তা বজায় রয়েছে। এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলো হলো-কাবিলা, পাশা, হাবু, শুভ, নেহাল, শিমুল, বজরা বাজারের জাকির, কাবিলার প্রেমিকা রোকেয়া, অন্তরা, লামিয়া। বরাবরের মতো কাবিলা চরিত্রে রয়েছেন জিয়াউল হক পলাশকে। পাশা, হাবু, শুভ, নেহাল, শিমুল চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন-মারজুক রাসেল, চার্ষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা। বজরা বাজারের জাকির, অন্তরা, লামিয়া চরিত্রে রয়েছেন সাঈদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন ও লামিয়া লাম। গত চার সিজনে কাবিলার প্রেমিকা রোকেয়াকে দেখানো হয়নি। সে নোয়াখালীতে বসবাস করে। কেবল মুঠোফোনে প্রেমিক কাবিলার সঙ্গে কথা বলে। নতুন সিজনেও রোকেয়া আছেন। মজার ব্যাপার হলো, এই সিজনে রোকেয়াকে সামনে আনবেন পরিচালক। তাছাড়া রানা চরিত্রে আবদুল্লাহ রানা, শিরিন চরিত্রে মনিরা মিঠু, পাগলা সুজন চরিত্রে আরফান মৃধা শিবলুসহ আরো অনেকে রয়েছেন।


