বিনোদন

নতুনরূপে শাকিব খান : নেপথ্যে যে কারণ

প্রবাহ বিনোদন ডেস্ক ঃ ঢালিউড কিং শাকিব খান বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। তার প্রতিটি লুক ও পোশাক তুমুলভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এখন তিনি যা করছেন, সেটাই যেন নেটিজেনদের মাঝে আলোচনার খোরাকে পরিণত হচ্ছে। এবার হঠাৎ এ তারকাকে একসঙ্গে ছয়টি ভিন্ন লুকে দেখা গেছে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সামাজিক মাধ্যমের নেটিজেনরা। সামনেই আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’। অনেকেই ভেবেছেন হয়তো এটাই তার আগামী সিনেমার নতুন লুক; কিন্তু তা নয়। জানা গেছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিং খানের ছয়টি লুকের মধ্যে একটি হচ্ছে প্রফেসর লুক। তেমনই শুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রে পাওয়া গেল তাকে। কিন্তু একসঙ্গে এতগুলো লুকের রহস্য কী? সম্প্রতি শাকিব খান একটি জনপ্রিয় প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন, যা নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ছয়টি ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন কিং খান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নানা প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন ‘নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেতা শাকিব খান। প্রতিটি লুকে তিনি প্রশ্নের মুখে পড়েন নাম্বার ওয়ান কী? প্রতিটিবারই এর উত্তর দেন ভিটামিন সি! সামাজিক মাধ্যমে নেটিজেনরা শাকিব খানের এই বিজ্ঞাপনের জন্য যেমন প্রশংসায় ভাসাচ্ছেন, ঠিক তেমনই পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীও কুড়িয়েছে প্রশংসা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button