বিনোদন

আমার আর শাকিবের পছন্দ এক: বুবলী

প্রবাহ বিনোদন : ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। যার নাম উচ্চারণ করলে শাকিব খান ইস্যু স্বাভাবিকভাবেই উঠে আসে। সম্প্রতি রাজধানীর একটি ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। ঝলমলে পোশাকের মতোই আলো কাড়ে তার কথাবার্তাওÍযেখানে উঠে আসে বিয়ের দিনের অজানা স্মৃতি, ছেলে শেহজাদ খান বীর, এমনকি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে বুবলী বলেন, “আমার বিয়ের সাজ খুবই সাধারণ ছিল। মিডিয়ায় কাজ করায় অনেক কিছু গোপন রাখতে হয়েছিল। অনুষ্ঠানটাও হয়েছিল ছোট, একদম ঘরোয়াভাবে।”
বিয়েবাড়ির খাবার প্রসঙ্গে বুবলী জানালেন এক মজার তথ্য। সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়ের অনুষ্ঠানে নাকি ডায়েট মানেন না তিনি।
বুবলীর ভাষায়, “বিয়েবাড়িতে ঢুকেই প্রথমে খাবারের দিকেই চোখ যায়। আর মজার ব্যাপার হলো, আমার আর শাকিবের পছন্দ প্রায় একÍআমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button