বিনোদন
বাবা হলেন অপূর্ব, লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

প্রবাহ বিনোদন : সুসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কন্যাসন্তানের বাবা হলেন তিনি। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেন এই অভিনেতা।
অপূর্ব তার পোস্টে নবজাতক কন্যার একটি হাত ধরে থাকা ছবি যুক্ত করেন। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। কন্যা এবং তার মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া!’ অপূর্ব আরও লেখেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’



