বিনোদন

মহল্লাতে চিত্রনায়িকা আইরিন

প্রবাহ বিনোদন: চিত্রনায়িকা আইরিন বর্তমানে নতুন কোনো সিনেমায় কাজ না করলেও অভিনয় থেকে দূরে থাকছেন না। সম্প্রতি তিনি ফরিদুল হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’তে কাজ করছেন, যা বৈশাখী টিভিতে সম্প্রচারিত হচ্ছে।
আইরিন বলেন, “‘মহল্লা’ ধারাবাহিক নাটকের গল্প একজন নায়িকাকে কেন্দ্র করে, যিনি ঢাকাই সিনেমার একজন প্রতিষ্ঠিত নায়িকা। গল্প এবং চরিত্রের সঙ্গে আমার এক ধরনের যোগসূত্র থাকার কারণে এ নাটকে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। কাজ শুরু করতে গিয়ে পুরো ইউনিটের আন্তরিকতা, পরিচালকের নির্দেশনা এবং সহশিল্পীদের সহযোগিতায় ভীষণ মুগ্ধ হয়েছি। এরই মধ্যে কয়েকটি লটে কাজ করেছি এবং সবমিলিয়ে অভিজ্ঞতা অসাধারণ হয়েছে। নাটক প্রচার হওয়ার পর থেকেই দর্শকরা ইতিবাচক সাড়া দিয়েছেন। মহল্লাতে আমার অভিনয় দেখে অনেকেই আমাকে একক নাটকে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন।”
তিনি আরও বলেন, ‘ফরিদ ভাই সিক্যুয়ালেও আমাকে নিয়ে কাজ করতে চাইছেন। একজন শিল্পী হিসেবে ভালোবাসা ও সম্মানই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মহল্লাতে কাজ করে আমি তা নতুন করে উপলব্ধি করছি।’ ‘মহল্লা’ ধারাবাহিকের রচয়িতা বিদ্যুৎ রায়। আইরিনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গন্তব্য’। তিনি ২০১৩ সালে দেবাশীষ বিশ^াস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’ ও ‘মায়াবিনী’। এ ছাড়া আইরিনের অভিনীত প্রথম নাটক ছিল আফসানা মিমির ‘পৌষ ফাগুনের পালা’।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button