মেয়ের জন্মদিনে বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

প্রবাহ বিনোদন: নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘এই ব্যথা’। ভিন্ন আবহের এই গানটি প্রকাশ পেয়েছে গত বৃহস্পতিবার। বিশেষ এই দিনটি বাপ্পা মজুমদারের জীবনে আরও স্মরণীয় হয়ে উঠেছে, কারণ সেদিনই তাঁর বড় কন্যার জন্মদিন। দীর্ঘদিন ধরেই গানই বাপ্পা মজুমদারের নিত্যসঙ্গী। বাংলা গানের এই কঠিন সময়েও তিনি নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন নিজের ইউটিউব চ্যানেলে। নিজে গাওয়ার পাশাপাশি অন্য শিল্পীদের জন্যও তৈরি করছেন নতুন গান। তবে ‘এই ব্যথা’ গানে তিনি কণ্ঠ দিয়েছেন অন্যের লেখা ও সুরে, যা তাঁর শ্রোতাদের জন্যও নতুন অভিজ্ঞতা। গানটির কথা লিখেছেন মাহি ফ্লোরা। সুর করেছেন এহসান রাহি। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানের ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ‘এই ব্যথা কি তোমার অনুগত, চাইলেই রোদে এসে পেতে দেয় গা’ এমন পঙ্ক্তিতে গানটি এগিয়ে গেছে এক ধরনের নীরব অনুভব আর গভীর আবেগ নিয়ে। গানটির ভিডিও প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। একই সঙ্গে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে গানটি। নতুন গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “অনেক দিন পর আয়োজন করে একটা গান করা হলো। আমি সত্যিই আনন্দিত। এই টিমে যারা কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই ভীষণ ট্যালেন্টেড। সবাই নিজেদের সেরাটা দিয়েছেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমার বড় মেয়ের জন্মদিনে গানটির প্রকাশ। এটি আমাকে এক অন্য রকম মুগ্ধতায় নিয়ে গেছে।” ভিডিও নিয়েও নিজের আশাবাদের কথা জানান তিনি। বাপ্পার ভাষায়, “এই ধরনের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। দেশের মিউজিক ভিডিওর অঙ্গনে এটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমার বিশ^াস।” গানটি প্রকাশ উপলক্ষে সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের কার্যালয়ে একটি প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। সেখানে বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন গীতিকার তরুণ মুন্সী, কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সংগীতাঙ্গনের আরও অনেকে। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, “বাপ্পা দার ‘এই ব্যথা’ গানটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আমি আশা করছি, গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে এবং তাঁদের মনে জায়গা করে নেবে।” নিজের চেনা গ-ির বাইরে গিয়ে অন্যের কথা ও সুরে গাওয়া এই গান নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে শ্রোতাদের মধ্যে। আবেগী কথা, ভিন্ন সুর আর নতুন ধরনের ভিডিও মিলিয়ে ‘এই ব্যথা’ বাপ্পা মজুমদারের গানের ভা-ারে যোগ করল আরেকটি আলাদা মাত্রা।


