বিনোদন

সিনেমাই আমার পরিচয়ের মূল জায়গা : অপু বিশ^াস

দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ^াস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দর্শক তাঁকে দেখবেন একেবারে নতুন রূপে ও ভিন্ন গেটআপে। অপু বিশ^াস নিজেই জানালেন, এই সিনেমায় তাঁকে দেখা যাবে ‘দুর্বার গতিতেই’। এরই মধ্যে সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগোচ্ছে। অপু বিশ^াস জানান, এখন পর্যন্ত তাঁর অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি শুটিংও শিগগিরই শেষ হবে। তিনি বলেন, ‘এই সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি ভালো গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’ দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে অপু বিশ^াস বলেন, ‘সিনেমাই আমার পরিচয়ের মূল জায়গা। সিনেমার কারণেই আজ আমি অপু বিশ^াস। দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা এই মাধ্যম থেকেই। তাই দেরিতে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরতে পেরে দারুণ ভালো লাগছে।’ ‘দুর্বার’-এ অপু বিশ^াসের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। এই নতুন জুটি নিয়েও উচ্ছ্বসিত অপু। তিনি বলেন, ‘সজল ভাই ভীষণ বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। তাঁর অভিনয়ের আমি ভক্ত। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা খুব ভালো। দর্শক আমাদের নতুনভাবে দেখবেন।’ এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলতেও কুণ্ঠা করেননি তিনি। পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পর্কে অপু বিশ^াস বলেন, তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প ও নির্মাণ- দুদিকেই যথেষ্ট যতœশীল। ‘গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট,’ যোগ করেন তিনি। নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি অপু বিশ^াস। তাঁর ভাষায়, ‘পুরো কাজ শেষ হলে সব বলব।’ তবে দেরিতে সিনেমায় ফেরার বিষয়ে কোনো আফসোস নেই বলেও জানান তিনি। ‘আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে,’ বলেন এই অভিনেত্রী।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button