বিনোদন

খুনের হুমকি দেওয়া হয়েছিলো আমির খানকে

প্রবাহ বিনোদন : বলিউডের আমির খান দীর্ঘদিন ধরে খুনের হুমকির মুখে ছিলেন, এমন বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানের এই ভাগ্নে জানান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে অবস্থান নেওয়ার কারণে আমির খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়; দেশ ছাড়ার চাপও সৃষ্টি করা হয়। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক বছরে বলিউডের অনেক মুসলিম তারকাই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন। এর মধ্যে নিয়মিত হত্যার হুমকি পান সালমান খান। এছাড়াও সাইফ আলি খানের বাসভবনে হামলার ঘটনাও ঘটেছে। এমনকি চলতি বছর মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে শাহরুখ খানের প্রাণনাশের হুমকির ফোন আসে। এবার সেই তালিকায় যুক্ত হলো আমির খানের নামও। ইমরান খান জানান, টেলিভিশন শো ‘সত্যমেব জয়তে’ উপস্থাপনার সময় আমির খান সমাজের নানা সংবেদনশীল বিষয় তুলে ধরেন, যা একাংশের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। ইমরান খান বলেন, ‘আমার শৈশব থেকেই আমিরকে দেখে আসছি। মামা তার সব কাজই সততার সঙ্গে করেন। সত্যমেব জয়তে’ শোয়ে দেশের কন্যাভ্রুণ হত্যা করার বিরুদ্ধে সরব হয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল তাকে। ওই টক শোয়ে শিশুদের যৌন নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে পুরুষতন্ত্রের আগ্রাসন, সমাজের অস্পৃশ্যতা, বৈষম্য, এমনকি রাজনৈতিক নানা ইস্যু তুলে ধরেছিলেন তিনি। আর তাতেই বারবার বিতর্কে জড়াতে হয় আমিরকে।নের হুমকিও পেয়েছিলেন। যদিও তিনি সবসময় এসব বিতর্ক থেকে দূরে থাকতে চান। কিন্তু দীর্ঘদিন ধরে আমার মামাকে (আমির খান) দেশ থেকে উৎখাত করার জন্য উঠেপড়ে লেগেছে কিছু লোক।’ তবে কারা এই হুমকির সঙ্গে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ইমরান খান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button