বিনোদন

অপূর্বর নামে ভুয়া ফটোকার্ড ছড়ানো, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

প্রবাহ বিনোদন: সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বিভ্রান্তিকর প্রচারণার শিকার হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার নাম ও ছবি ব্যবহার করে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিনেতা নিজেই। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে অপপ্রচার বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কড়া সতর্কতা দিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে ‘দৈনিক প্রতিবেদন’সহ একাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে অপূর্বর ছবি সংযুক্ত করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ছড়ানো হয়। বিষয়টি নজরে আসার পর গত শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভুয়া ফটোকার্ডগুলো শেয়ার করে ভক্ত ও অনুসারীদের সতর্ক করেন অভিনেতা। শেয়ার করা ফটোকার্ডগুলোর একটিতে লেখা ছিল, “স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে, সত্যিই কি স্বৈরাচার বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম।” আরেকটিতে লেখা হয়, “কোথাও স্বাধীনতা নেই। সব সময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচারই ভালো ছিল?”এসব বক্তব্য তার নয় বলে স্পষ্ট করে অপূর্ব লিখেছেন, “এ ধরনের ভুয়া নিউজ ও বিবৃতি প্রকাশে বিরত থাকুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তার ভাষায়, প্রযুক্তির অপব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এর আগেও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেতা। গত আগস্টে প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে সন্তানের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ঘিরেও ভুয়া তথ্য ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হয়। তখন অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন অপূর্ব। বারবার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শিল্পী হিসেবে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ হওয়া জরুরি। ভক্তদেরও তিনি অনুরোধ জানিয়েছেন, যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করতে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button