বিনোদন

হঠাৎ স্ট্রোকে আক্রান্ত তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

প্রবাহ বিনোদন: হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারান জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। রাজধানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় দিতে হয় ২৭টি সেলাই। চিকিৎসকেরা পরে নিশ্চিত করেন, তিনি স্ট্রোক করেছেন। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই শিল্পী। ঘটনাটি ঘটে গত ২৮ ডিসেম্বর সকালে। ওই দিন সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান তৌসিফ। পড়ে যাওয়ার পর কিছু সময় তিনি অচেতন ছিলেন বলে জানিয়েছেন নিজেই। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তৌসিফ বলেন, “হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। এরপর কিছুই মনে নেই। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়, পরে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। এক দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় কিছুটা ভালো বোধ করতেই বাসায় ফিরেছি।” দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছেন তৌসিফ। আগের মতো নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। শিল্পীর ভাষায়, “আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে কিছুটা ভালো আছি। তবে সামনে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।” এর আগেও একাধিকবার গুরুতর অসুস্থতার মুখে পড়েছেন এই সংগীতশিল্পী। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাক হয় তার। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করলে চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন বিশ্রামে ছিলেন তিনি। সেই অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার স্ট্রোকে আক্রান্ত হলেন তৌসিফ। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তৌসিফ আহমেদ। গায়ক হিসেবে পরিচিত হলেও গান লেখা, সুর করা ও সংগীতায়োজনেও তিনি সমানভাবে সক্রিয়। ২০০৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button