সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ : পূর্ণিমা

প্রবাহ বিনোদন : ওমরাহ পালন করার উদ্দেশ্যে ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা গিয়েছিলেন পবিত্র নগরী মক্কা নগরীতে। সামাজিকমাধ্যমে এই অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন। কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, আবায়া ডিজাইনের বোরকা পরেছেন অভিনেত্রী। কালো বোরকার সঙ্গে পরেছেন সাদা হিজাব। আর ছবির ক্যাপশনে পূর্ণিমা ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি জানান। তিনি লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এরপর হ্যাশট্যাগ দিয়ে পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল শব্দগুলো জুড়ে দেন তিনি। এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি। বছরের শুরুতে নায়িকার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন। তবে ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি পূর্ণিমা।



