বিনোদন

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

প্রবাহ বিনোদন : দেশীয় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান পার করছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়। মা হতে চলেছেন তিনি। এই সুখবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানান, তার জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। মাতৃত্বের অনুভূতিকে তিনি বর্ণনা করেন জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগঘন অভিজ্ঞতার একটি হিসেবে। পরিবার ও ভক্তদের ভালোবাসা এবং দোয়ায় তিনি ভীষণভাবে আপ্লুত বলেও জানান এই অভিনেত্রী। এই আনন্দঘন মুহূর্তে ভবিষ্যৎ সন্তানের নামও আগেভাগেই ঠিক করে রেখেছেন প্রিয়াঙ্কা জামান। তিনি বলেন, ছেলে হলে সন্তানের নাম রাখবেন ‘আফফান বিন রাকিব’ এবং মেয়ে হলে নাম রাখবেন ‘মারিয়াম বিন্তে রাকিব’। নতুন অতিথিকে ঘিরে এখন অপেক্ষা, ভালোবাসা আর স্বপ্নে ভরা দিন কাটছে তার। প্রিয়াঙ্কা জামানের মা হতে যাওয়ার খবরে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে এবং ভক্তদের মাঝে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুমাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button