বিনোদন

নতুন লুকে নজর কাড়লেন জয়া

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতার পাশাপাশি তার চিরযৌবনা রূপেও কাবু ভক্তরা। নিজের ফ্যাশন স্টেটমেন্টকেও নিয়েছেন অনন্য মাত্রায়; ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন- প্রতিটি লুকেই নিজের আভিজাত্যকে মেলে ধরেন অভিনেত্রী। গত বৃহস্পতিবার একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। তাতে দেখা যায়, একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন অভিনেত্রী। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দেন; ফুটে ওঠে তার চোখের তীক্ষè চাহনি, যা আরও নজরকাড়া করে তোলে। ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়ার সঙ্গে প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্য ঘর। বিশেষ করে ছবিতে তার চিরযৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করে তাকে ‘টাইমলেস বিউটি’ বা কালজয়ী সুন্দরী হিসেবে আখ্যা দিয়েছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘জয়ার রূপ এখনো আগের মতোই’। এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের। জয়া অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শে^তা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অভিনয় জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন জয়া। ‘গেরিলা’, ‘বিসর্জন’ কিংবা ‘রবিবার’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। নতুন এই সিনেমাটি তার ক্যারিয়ারে আরও একটি অনন্য পালক যোগ করবে বলে আশা দর্শকদের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button