রটারড্যাম উৎসবে গেলো দেশের তিন সিনেমা

প্রবাহ বিনোদন : নেদারল্যান্ডসে আয়োজিত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা- ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। উৎসবের ভিন্ন ভিন্ন তিনটি বিভাগে লড়বে সেগুলো। আগামী বৃহস্পতিবার পর্দা উঠবে এই উৎসবের, যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিটি সিনেমাই চার দিন করে প্রদর্শিত হবে। ‘দেলুপি’ সিনেমার নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, উৎসবের ‘ব্রাইট ফিউচার’ শাখায় নির্বাচিত হয়েছে ‘দেলুপি’। আগামী ৩১ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ৪, ৬ ও ৭ তারিখ ‘দেলুপি’ দেখানো হবে। এছাড়াও পলিটিক্যাল থ্রিলার ঘরানায় ‘মাস্টার’ সিনেমাটি উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে লড়বে। ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত জানিয়েছেন, উৎসবে সিনেমাটি ফ্রেব্রুয়ারির ১, ২, ৪ ও ৭ তারিখে দেখানো হবে। এদিকে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’ ‘টাইগার কম্পিটিশনে’ বিভাগে দেখানো হবে। এই সিনেমাটি ফেব্রুয়ারির ২, ৩, ৫ ও ৭ তারিখে প্রদর্শিত হবে। সিনেমার প্রযোজক শিমুল চন্দ্র বিশ^াস জানিয়েছেন, নির্মাতা মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী নাজিফা তুষিসহ নির্মাতা ও কলাকুশলী মিলে মোট আটজন অংশ নিবেন উৎসবে। তারা দেশ ছাড়বেন আগামীকাল বুধবার।



