বিনোদন

কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটক-ওটিটিতে সাফল্যের পর সিনেমাতেও দেখা গেছে তাকে। শাকিব খানের বিপরীতে ‘তা-ব’ ছবিতে নাচে-অভিনয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। বিজ্ঞাপনেও তাকে সরব দেখা যায়। নানা সময় নানা পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্বও পালন করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত থাকলেও, নতুন পরিচয়ে কলিন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তাদের সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি। সাবিলা নূর এই নতুন দায়িত্ব প্রসঙ্গে বলেন, ‘পরিচ্ছন্ন ঘর আমাদের মন ভালো করে দেয়। কলিন খুব সহজেই গ্লাসসহ নানা সারফেসে ঝকঝকে শাইন এনে দেয়। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’ সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ জানান, ‘মিস্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়। এটি বাংলাদেশ থেকে বৈশি^ক মানের ব্র্যান্ড গড়ে তোলার কৌশল। নতুন ফর্মুলেশন ও সাবিলা নূরের সঙ্গে এই যাত্রার মাধ্যমে আমরা ২০২৬ সালে শাইন ক্যাটাগরিকে নতুনভাবে উপস্থাপন করতে চাই।’ কলিন ব্র্যান্ডের এই নতুন যাত্রা সাবিলা নূরের জনপ্রিয়তা, আত্মবিশ^াস ও তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগকে কাজে লাগিয়ে ব্র্যান্ডকে আরও প্রাণবন্ত ও আধুনিকভাবে উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button