ওমরাহ করতে মক্কায় গেলেন মারিয়া মিম

প্রবাহ বিনোদন : গ্ল্যামার জগতের আলো ঝলমলে জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে পুণ্যভূমি সৌদি আরবে অবস্থান করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। পবিত্র ওমরাহ পালন করতে তিনি এখন মক্কায়। সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত ¯িœগ্ধ ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজের আধ্যাত্মিক প্রশান্তির কথা। সম্প্রতি মিম তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের সামনে তোলা একটি সেলফি প্রকাশ করেছেন। ছবিতে তাকে সাদা রঙের হিজাবে অত্যন্ত ¯িœগ্ধ দেখাচ্ছে। পবিত্র ঘরের সামনে দাঁড়িয়ে নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে। আমিন!’ অন্য আরেকটি পোস্টে মারিয়া মিম ঐতিহাসিক আরাফাতের ময়দান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে ক্রিম রঙের বোরকা ও হিজাব এবং চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা গেছে। জাবাল আল রহমাহ পাহাড়ের পাদদেশ থেকে তোলা সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন ‘আরাফাতের ময়দান’। তার এই ধর্মীয় মনোভাব এবং মার্জিত নতুন রূপ ভক্তদের মাঝে বেশ প্রশংসা কুড়াচ্ছে। মন্তব্যের ঘরে অনেকেই তার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়েছেন।



