বিনোদন

সেরা অভিনেতার পুরস্কার পেলেন নিশো

প্রবাহ বিনোদন : আফরান নিশো ছোটপর্দার পরিচিত মুখ হলেও এখন আর তার অভিনয় সীমাবদ্ধ নেই টেলিভিশনের গ-িতে। প্রেম, পারিবারিক গল্প কিংবা থ্রিলার-সব ধরনের চরিত্রেই সাবলীল এই অভিনেতা। দর্শকদের ভালোবাসা আর প্রশংসা কুড়ানো নিশো এবার বড় পর্দায়ও নিজের সামর্থ্যরে প্রমাণ দিলেন। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। একই সময়ে মুক্তি পাওয়া শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র মুখোমুখি হয়েও অগ্নিপরীক্ষায় সফল হন নিশো। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়ে বড় স্বীকৃতি পেল ‘সুড়ঙ্গ’। গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, সেরা অভিনেতা (প্রধান চরিত্র)সহ মোট ৮টি বিভাগে পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’। যে বিভাগগুলোতে পুরস্কার পেয়েছে সিনেমাটি-
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র)
শ্রেষ্ঠ অভিনেতা (পাশর্^ চরিত্র)
শ্রেষ্ঠ অভিনেতা (কৌতুক চরিত্র)
শ্রেষ্ঠ গায়িকা
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button