আন্তর্জাতিক

ফিলিস্তিনের বৃহত্তম ইবনে হাসপাতালে ইসরায়েলের অভিযান

প্রবাহ ডেস্ক : গাজার আল শিফা হাসপাতালের পর এবার ফিলিস্তিনের সবচেয়ে বড় ইবনে সিনা হাসপাতালে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার প্রায় ৮০টি ইসরায়েলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করে এবং ইবনে সিনা হাসপাতালে হামলা চালায় বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে জেনিন শরণার্থী শিবিরের কাছে অধিকৃত পশ্চিম তীরে ইবনে সিনা হাসপাতাল কমপ্লেক্সে অভিযান শেষ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন। সেনাবাহিনী বলেছে যে তারা জেনিন অভিযানে পাঁচজনকে হত্যা করেছে। জরুরি বিভাগের কর্মীদের বন্দুকের মুখে হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল মায়াদিন। জেনিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেছেন, জেনিনের ছয়টি হাসপাতালের মধ্যে চারটি পরিষেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অপারেশন আল-আকসা ফ্লাড শুরু হওয়ার পর এই দ্বিতীয়বারের মতো আইওএফ ইবনে সিনা হাসপাতালে অভিযান চালিয়েছে। গত মাসের শুরুর দিকে ইসরায়েলি দখলদার বাহিনী জেনিনের ইবনে সিনা হাসপাতালে অভিযান চালায়, যেখানে পূর্বের আক্রমণ থেকে বেশ কয়েকজন আহত হয়েছিল। ইসরায়েলি সেনাদের গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত অবস্থায় হাসপাতালে মারা যান। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার বাহিনী জেনিন সরকারি হাসপাতালের আশপাশে হামলা চালায়, সেখানে তারা অবস্থান নিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button