আন্তর্জাতিক

ধুঁকছে ফিলিস্তিনের অর্থনীতি, এক মাসে জিডিপি কমলো ৪ শতাংশ

প্রবাহ ডেস্ক : ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সহিংসতায় প্রতিদিনই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। মসজিদ, হাসপাতালে, স্কুল, অ্যাম্বুলেন্স সবকিছুকেই উদ্দেশ করে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান সহিংসতায় একদিকে যেমন মৃতের সংখ্যা বাড়ছে অন্যদিকে ফিলিস্তিনের অর্থনীতিতেও নেমে এসেছে ধস। আগে যেখানে ফিলিস্তিনের জিডিপি ছিল ২ বিলিয়ন ডলার সেখানে ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা। সেপ্টেম্বরে ফিলিস্তিনের জিডিপি ছিল ২০ বিলিয়ন ডলার। এক মাসে তা কমে দাঁড়িয়েছে ১৯ বিলিয়নের ঘরে। যেখানে ইসরায়েলের জিডিপি ৫০০ বিলিয়ন ডলারের ঘরে। চলমান ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে দুই মাস পর ফিলিস্তিনিনের জিডিপি কমবে ৮.৪ শতাংশ। এতে দারিদ্রসীমার নিচে নামতে পারে ৪ লাখের বেশি মানুষ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। অর্থাৎ দুই মাসে ১.৭ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কায় রয়েছে দেশটি। ডিসেম্বর মাসে এ সহিংসতা চললে ফিলিস্তিনের জিডিপি নামবে ১৮ বিলিয়নের নিচে। আর দারিদ্রসীমার নিচে নামবে সাড়ে ছয় লাখের বেশি মানুষ। প্রতিবেদন বলছে পশ্চিম তীরে শতকরা ২৪ভাগ মানুষ চাকরি হারিয়েছেন। মোটকথা ধুকছে ফিলিস্তিনের অর্থনীতি। এ পরিস্থিতি চলতে বড় বিপর্যযয় নেমে আসবে। তাই বলছে জাতিসংঘের প্রতিবেদন। সহিংসতা শুরু থেকে গাজায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে ১২ হাজারের বেশি ফিলিস্তিনির।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button