আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

প্রবাহ ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কাবুল থেকে প্রতিবেশী পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত ভবনগুলো কেঁপে ওঠে। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ৬.৪ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাহাড়ি হিন্দুকুশ অঞ্চলের বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়। স্থানীয় সময় দুপুর ২টার আগে প্রায় ২০০ কিলোমিটার গভীরতায় এটি আঘাত হানে এবং জুর্ম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী কাবুলেও অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা কেউ আহত হওয়ার কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এএফপি বলেছে, আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়, যা ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। গত বছরের অক্টোবরে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৪.২ থেকে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ নিহত হয়। দেশটির সবচেয়ে ভয়াবহ সাম্প্রতিক ভূমিকম্পে ১৯৯৮ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার ও বাদাখশান প্রদেশে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছিল। এদিকে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) বৃহস্পতিবার দেশের বিভিন্ন অংশে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর দিয়েছে। ইসলামাবাদ, লাহোর ও এর আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে বলে গণমাধ্যমটি জানিয়েছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানে ভূমিকম্পের পর পাকিস্তানের পাশাপাশি স্থানীয় সময় বিকেলে দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে। কম্পনের ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, জাতীয় রাজধানী এবং আশপাশের এলাকায় অনেকের আসবাবপত্র কাঁপতে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button