ইয়েমেনে হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ সৌদি আরবের

প্রবাহ ডেস্ক : সৌদি আরব লোহিত সাগর অঞ্চলে সামরিক অভিযান এবং ইয়েমেনের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে তারা এই উদ্বেগের কথা জানান। সৗদি প্রেস এজেন্সির একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব লোহিত সাগর অঞ্চলে সামরিক অভিযান এবং ইয়েমেন প্রজাতন্ত্রের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তারা সেখানের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে।’ রিয়াদ সেখানের উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ অভিযানের কথা ঘোষণা করার পরপরই এই বিবৃতিটি আসে। মার্কিন সামরিক বাহিনী গত বৃহস্পতিবার ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, লোহিত সাগরে ইরান সমর্থিত হুথিগোষ্ঠীর ব্যাপক হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন হুথিদের লক্ষ্য করে আক্রমণ চলায়, তবে কোনো ড্রোন হামলা চালানো হয়নি। পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন বলেছেন, আক্রমণগুলো করা হয়েছিল মূলত হুথিদের মনুষ্যবিহীন আকাশযান, ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্র, উপকূলীয় রাডারসহ বিমান নজরদারি ব্যবস্থাগুলো লক্ষ্য করে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অনুসারে, ১৯ নভেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ লক্ষ্য করে হুথিরা ২৭টি আক্রমণ চালিয়েছে। এর আগে আল-অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল, লোহিত সাগরে ইরান সমর্থিত গোষ্ঠীর আক্রমণ বন্ধ করতে ওয়াশিংটনের একাধিক সতর্কতা ব্যর্থ হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের ওপর আক্রমণ চালানোর পরিকল্পনা জোরদার করছে। সূত্র: আল-অ্যারাবিয়া