আন্তর্জাতিক

রাফায় রমজানে স্থল অভিযানের হুঁশিয়ারি ইসরায়েলের

প্রবাহ ডেস্ক : গাজার দক্ষিণের মিসর সীমান্তের রাফাহ অঞ্চলে ১০ মার্চ থেকে স্থল অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ওই দিন থেকে আরব বিশ্বে রমজান শুরু হবে। উদ্বাস্তুতে পূর্ণ অঞ্চলটিতে স্থল অভিযান নিয়ে এমনিতেই উদ্বেগ প্রকাশ করছিল বিশ্ব। এখন রমজানে স্থল অভিযান করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের জরুরি মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ গত রোববার এক বিবৃতিতে জানান, ১০ মার্চের মধ্যে আমাদের সব জিম্মিকে ছেড়ে দিতে হবে। তা না হলে গাজার সর্বত্র আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তখন রাফাতে আমরা স্থল অভিযান শুরু করব। রাফায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সেখানে ইসরায়েল হামলা চালালে প্রাণহানি হু হু করে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে অনেক বার রাফায় হামলা চালানো থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও রাফায় হামাসের বন্দুকধারীদের নির্মূল করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সেখানে স্থল অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অভিযোগ, রাফার উত্তরে খান ইউনুসের নাসের হাসপাতালের অবস্থা মূল্যায়নের জন্য তাদের কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি। ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। প্রায় ২৫৩ জনকে জিম্মি করে হামাস। নভেম্বরের শেষের দিকে সাত দিনের যুদ্ধবিরতিতে ১১০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের ধারণা হামাসের কাছে এখন অন্তত ১৩০ জন ইসরায়েলি জিম্মি আছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৯ হাজার স্পর্শ করতে চলেছে। আহত হয়েছে ৬৮ হাজারের বেশি। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অন্তত আরও ১২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০৫ জন। সূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button