সফরের দ্বিতীয় দিনে চীনের ‘লিটল মস্কোতে’ পুতিন

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চীনের শহর হারবিনে পৌঁছেছেন। ‘লিটল মস্কো’ নামে পরিচিত শহরটিতে বিপুল রাশিয়ান জনসংখ্যা রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পুতিন গতকাল চীন-রাশিয়া বাণিজ্য মেলায় যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। চীনা নেতা শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের একদিন পর হারবিন গেলেন পুতিন। দুই নেতা বৈঠকে তাদের গভীর সম্পর্কের প্রশংসা করেন। পুতিন বলেছেন, তারা ইউক্রেন নিয়েও আলোচনা করেছেন। উভয় নেতা যুদ্ধের একটি রাজনৈতিক সমাধান খুঁজতে চেয়েছেন। পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হওয়ার পর এটাই পুতিনের প্রথম আন্তর্জাতিক সফর। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া চীনকে ‘লাইফলাইন’ হিসেবে দেখেছে, কারণ দেশটি যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে শত শত নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। বেইজিংয়ের বিরুদ্ধে প্রযুক্তি এবং উপাদান সরবরাহ করে মস্কোর যুদ্ধে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। তবে চীন বলে আসছে, এর কোনোটিই প্রাণঘাতী নয়। এর আগে গত বৃহস্পতিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। প্রথম দিনের শুরুতে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে মিলিত হন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সফরে ইউক্রেন সংকট, এশিয়া, জ¦ালানি ও বাণিজ্যের মতো বিষয় নিয়ে শির সঙ্গে বিশদ আলোচনার কথা আছে পুতিনের। ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরুর কয়েক দিন আগে বেইজিংয়ে সফরে যান পুতিন। ওই সময় চীন ও রাশিয়া ‘সীমাহীন’ অংশীদারত্বের ঘোষণা দেয়।



