আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের পুরস্কার নয়: বোরেল

প্রবাহ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়। গতকাল শুক্রবার এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জোসেপ বোরেল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়, বরং এর বিপরীত কিছু। হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ না হয়েও ইসরায়েলি হামলা মোকাবিলা করছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং অর্থায়ন করেছে ইইউ। বোরেল বলেন, যখনই কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই ইহুদি-বিরোধী আক্রমণের শিকার হয়েছেন তিনি। আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন বুধবার বলেছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ২৮ মে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা। এ ছাড়া এক দশক আগে থেমে যাওয়া শান্তি আলোচনা পুনরুদ্ধার করবে এই দেশগুলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button