কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১
প্রবাহ ডেস্ক : কুয়েতের দক্ষিণাঞ্চলে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকা-ের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে মাঙ্গাফ শহরে এই ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টায় কর্তৃপক্ষকে এ অগ্নিকা- সম্পর্কে অবগত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে অপর এক সিনিয়র পুলিশ কমান্ডার বলেছেন, ‘যে ভবনটিতে আগুন লেগেছে, সেটিতে শ্রমিকরা বসবাস করতেন। অগ্নিকা-ের সময় সেখানে অসংখ্য শ্রমিক ছিলেন। তাদের মধ্যে কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।’ নিহত শ্রমিকরা কী ধরনের কর্মসংস্থানে কাজ করতেন বা তারা কোন দেশের নাগরিক এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি এই পুলিশ কমান্ডার। তিনি বলেন, ‘আবাসনের অত্যধিক কর্মীকে রাখার বিষয়ে আমরা সবসময় সতর্ক করে থাকি।’ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, আগুনের দ্গ্ধ প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনের উৎস ও কারণ কী, তা তদন্ত করা হচ্ছে।