রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে শিল্প-কারখানায় আগুন
প্রবাহ ডেস্ক : রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে ইউক্রেন জানিয়েছে। মাঝরাতের পর কিয়েভে ক্ষেপণাস্ত্র-হামলা করে রাশিয়া। কিয়েভ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোর থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় শিল্প স্থাপনায় আগুন লেগে গেছে। এ ছাড়া বাড়িঘরের ক্ষতিসহ ছয়টি অঞ্চলে বেশ কয়েকজন আহত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা ছয়টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি এবং ২৪টি ড্রোন ধ্বংস করেছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এই তথ্য বলেছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা রাজধানীতে আঘাত হানার সময় এইসব ড্রোন ধ্বংস করে দিয়েছে। কিয়েভ অঞ্চলের গভর্নর বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ কিয়েভ অঞ্চলের একটি শিল্প স্থাপনায় আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। গতকাল বুধবার সকাল পর্যন্ত শতাধিক মানুষ মিলে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। গভর্নর আরো বলেছেন, হামলায় একজন বাসিন্দা আহত হয়েছে এবং একটি ব্যক্তিগত বাসভবন, একটি গ্যারেজ, একটি গ্যাস স্টেশন এবং একটি স্টোরেজ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর বলেছেন, হামলায় তিনজন আহত হয়েছে এবং ৯টি ব্যক্তিগত বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী এ অঞ্চলে ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ন্যাটো-সদস্য পোল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোসহ ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছিল। এদিকে বার্তাসংস্থা এপি এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ইউক্রেনকে আরেকটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেবে। প্রেসিডেন্ট জো বাইডেন প্যাট্রিয়ট সিস্টেমের বিষয়টি অনুমোদন করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের হাতে দ্বিতীয় প্যাট্রিয়ট সিস্টেম তুলে দেবে আমেরিকা। এই সিস্টেম পোল্যান্ড থেকে যাবে। তারপর সেই সিস্টেম চালু করতে কয়েক দিন সময় লাগবে। গত মাসে জেলেনস্কি প্যাট্রিয়ট চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ইউক্রেনে প্রতি মাসে তিন হাজার বোমা ফেলে রাশিয়া। তার মোকাবেলায় এই সিস্টেম ইউক্রেনের দরকার। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ঘোষণা করেছেন, তারা এক শটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল ইউক্রেনকে দেবে। এটা ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ের যৌথ প্রচেষ্টার ফসল। সূত্র : রয়টার্স