লেবানন সীমান্তে সেনা পাঠানোর কথা ভাবছেন নেতানিয়াহু
প্রবাহ ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে গাজায় পরিচালিত অভিযান শেষ পর্যায়ে রয়েছে। আপাতত ইসরায়েলি সেনাদের লেবানন সীমান্তে স্থানান্তর করা হচ্ছে। ইসরায়েল-লেবানন সীমান্তে প্রতিনিয়ত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের গুলাগুলি চলছে। ফলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি হিব্রু ল্যাংগুয়েজ নেটওয়ার্ক আউটলেটে চ্যালেন-১৪ কে দেওয়া একটি পাবলিক ইন্টারভিউয়ে নেতানিয়াহু জানান, গাজায় আট মাসের দীর্ঘ এ যুদ্ধের ক্ষেত্রে সামরিক অভিযান শিথিল করা হবে। তার সরকার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবনা থেকে সমঝোতামূলকভাবে সরে আসতে চাচ্ছে। অর্থাৎ হামাসের সঙ্গে চুক্তি হলেও তা আংশিক বাস্তবায়ন করা হবে। এই অঞ্চলে হামাসকে নির্মূল করার আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ হচ্ছে না। নেতানিয়াহু ওই সাক্ষাৎকারে এও বলেন, যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক সামরিক অফিসার তাকে আগেই সতর্ক করে দিয়েছেন। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ইরানও যুক্ত হয়ে যেতে পারে। তবে হিজবুল্লাহ এ অঞ্চলে মার্কিন সেনাদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তিনি তাদের সহায়তা করতে চাচ্ছেন। তিনি বলেন, ‘উত্তরের দিকে আমাদের সেনাদের পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অবশ্যই পাঠাব’। তিনি এও জানান, মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধ যাতে না বাধে সেজন্য কূটনৈতিক পন্থা অবলম্বনে তার দ্বিধা নেই। কিš’ যদি তা সম্ভব না হয় তাহলে তিনি ‘অন্য পথে’ সমাধান করবেন। নেতানিয়াহু এ মুহূর্তে গাজায় ক্ষুদ্র ক্ষুদ্র অভিযান পরিচালনার দিকেই মনোযোগী। হামাস যেন পুনর্গঠিত হতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। সূত্র : দ্য গার্ডিয়ান