আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল প্রতিজ্ঞাবদ্ধ : নেতানিয়াহু

প্রবাহ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘হামাসের হাতে থাকা পণবন্দিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে চুক্তির প্রস্তাব করেছেন, তাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ সোমবার (২৪ জুন) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে জরুরি এক অধিবেশনে দয়া ভাষণে এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভির। নেতানিয়াহু বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন সাময়িকভাবে যুদ্ধ বন্ধ করার যে প্রস্তাব করেছেন, আমরা তা সমর্থন করি। আমাদের অবস্থান পরিবর্তন হয়নি, আমরা যুদ্ধ বন্ধ করতে আগ্রহী। যতক্ষণ না আমরা সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনব, আমরা এই সংঘাতের অবসান ঘটাব না। ১২০ জন পণবন্দি জীবিত কিংবা মৃত আমরা ফিরে পেতে চাই। যতক্ষণ না হামাসকে নির্মূল করব, ততদিন যুদ্ধ চলবে।’ গত মে মাসের শেষের দিকে চলমান সংঘাতের অবসান ঘটাতে বাইডেন প্রথম যুদ্ধ বন্ধ ও সংঘাত নিরসনে সমঝোতা চুক্তির প্রস্তাব করেন। সেখানে উল্লেখ করা হয়, ছয় সপ্তাহের জন্য গাজায় যুদ্ধ বিরতির পাশাপাশি হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনার পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে। সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, নেতানিয়াহুর এই প্রথম যুদ্ধ বন্ধ ও সমঝোতা প্রস্তাবকে সমর্থন করলেন, যা এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button