আন্তর্জাতিক

ইসরায়েলি বিমানের তুরস্কে জরুরি অবতরণ, জ¦ালানি দিতে অস্বীকৃতি কর্মীর

প্রবাহ ডেস্ক: তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে ইসরায়েলের একটি বিমান জরুরি অবতরণ করলেও জ¦ালানি দেননি বিমানবন্দরে কর্মরত কর্মীরা। গত রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। জরুরি অবতরণ করা বিমানটি ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা ইএল এআই-এর। পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই বিমানে মেডিকেল ইস্যু থাকলেও জ¦ালানি দিতে অস্বীকার করেন বিমানবন্দরের কর্মীরা। তুরস্কের এমন আচরণে পরে অনেকটা বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশে যাত্রা করে। সেখান থেকেই জ¦ালানি নিয়ে ইসরায়েলে ফেরার কথা রয়েছে। তবে এইজন্য একে আরও ৪০ মিনিট অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে। এদিকে তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলের একজন অসুস্থ যাত্রীকে সরিয়ে নিতে বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেয়া হয়েছিল। মানবিক দিক বিবেচনায় বিমানটিতে জ¦ালানি দেয়ার সিদ্ধান্ত হয়। তবে সব ধরনের প্রাসঙ্গিক কাজ শেষ হওয়ার আগেই ক্যাপ্টেন অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে শুরু থেকেই সরব তুরস্ক। এই যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। এমনকি ইসরায়েলের সঙ্গে চলতি মাসের শুরুর দিকে সব ধরনের ব্যবসা বন্ধ করে দেন তিনি। আঙ্কারার এই সিদ্ধান্তে বেশ ভালো বিপাকে পড়েছে তেল আবিব।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button