আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকটের হুমকি পুতিনের

প্রবাহ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তবে রাশিয়া পশ্চিমে আঘাতে সক্ষম এমন দূরত্বে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। গতকাল রোববার তিনি এই হুমকি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ১০ জুলাই যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তারা ২০২৬ সাল থেকে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে। যার মধ্যে এসএম-৬, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিকাশমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে রাশিয়া, চীন, আলজেরিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে তারা শীতল যুদ্ধের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকট সৃষ্টি করতে পারে। পুতিন বলেছেন, ভবিষ্যতে পারমাণবিক ওয়ারহেডে সজ্জিত হতে পারে এমন ক্ষেপণাস্ত্র আমাদের ভূখ-ের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সময় প্রায় ১০ মিনিট নেবে। আমরা পাল্টা পদক্ষেপ নেব। ইউরোপ ও অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকা- বিবেচনায় নিয়ে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াচ্ছে। টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ডেনমার্ক এবং ফিলিপাইনে স্থানান্তর করেছে। তিনি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ১৯৭৯ সালে পশ্চিম ইউরোপে পারশিং টু লঞ্চার মোতায়েনের ন্যাটোর সিদ্ধান্তের সঙ্গে তুলনা করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, এই পরিস্থিতি ইউরোপে আমেরিকার মাঝারি পাল্লার পারশিং ক্ষেপণাস্ত্র মোতায়েনের সঙ্গে সম্পর্কিত শীতল যুদ্ধের ঘটনাগুলোর কথা মনে করিয়ে দেয়। পুতিন পুনরায় সতর্ক করেছে বলেছেন, রাশিয়া মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক-ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুনরায় শুরু এবং সেগুলো মোতায়েন করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button