আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তবে এই অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য। দেশটি দাবি করেছে, লন্ডনে মস্কোর কূটনৈতিক কার্যক্রম কমিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে রাশিয়া এ কাজ করেছে। রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরকারী সফরে জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই এমন ঘোষণা দেয় মস্কো। বার্তাসংস্থা এপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেন স্টারমার। আলোচনায় তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে কথা বলতে পারেন। রয়টার্সের তথ্য মতে, বাইডেন স্টারমারকে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট ইউক্রেনকে সাহায্য করতে আপনার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এটি ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করবে।’রয়টার্স জানিয়েছে, বাইডেন বা স্টারমার কেউই সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলেননি। এর আগে হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের বিষয়ে নতুন কোনো নীতি ঘোষণার পরিকল্পন করা হয়নি। তবে স্টারমার বলেন, ‘আমি মনে করি আগামী কয়েক সপ্তাহ ও মাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতার এই গুরুত্বপূর্ণ যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করি।’ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সতর্কতা দিয়ে বলেছেন, যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দেয় তাহলে তারা ধরে নেবেন এই যুদ্ধে ন্যাটোও যোগ দিয়েছে। রাশিয়ার ভেতর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারকে ‘চূড়ান্ত সীমা’ হিসেবে অভিহিত করেছেন তিনি। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, যে ছয়জনকে বহিষ্কার করা হয়েছে তাদের যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডিভিশন থেকে পাঠানো হয়েছিল। তাদের দায়িত্ব ছিল রাশিয়াকে কৌশলগতভাবে হারানো। এফএসবি আরো জানিয়েছে, অন্যান্য কূটনীতিকরা যদি একই ধরনের কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়াকে বেকায়দায় ফেলতে এখন রাশিয়ার ভেতরই হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন। এ কারণে তারা দাতা দেশগুলোর কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাইছে। সূত্র : রয়টার্স ও এপি

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button