আন্তর্জাতিক

ইউক্রেনে হাসপাতালের রুশ হামলায় নিহত বেড়ে ১০

প্রবাহ ডেস্ক : উত্তর পূর্ব ইউক্রেনে সুমি অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। গত শনিবার হওয়া এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০ জন। আহত হয়েছে কমপক্ষে ২২ জন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার উত্তর-পূর্ব ইউক্রেনের সুমিতে একটি হাসপাতালে রাশিয়ার হামলায় ১০ জন নিহত এবং কমপক্ষে আরও ২২ জন আহত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেছেন, ৪৫ মিনিটের ব্যবধানে চালানো দুটি হামলায় সেন্ট প্যানটেলিমন ক্লিনিকাল হাসপাতালে “লোটারিং যুদ্ধাস্ত্র” বা আত্মঘাতী ড্রোন – আঘাত করে। তিনি বলেন, “দ্বিতীয় দফায় হামলার পর অধিকাংশ প্রাণহানি ঘটেছে। মূলত প্রথম দফায় হামলার পর জরুরি কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।” রুশ সীমান্ত থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে সুমি শহরটি অবস্থিত। ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে প্রায় নিয়মিত ড্রোন ও বোমা হামলা চালিয়ে আসছে মস্কো। ইউক্রেনীয় প্রসিকিউটররা বলেছেন, গত শনিবার সকালে ওই হামলার সময় হাসপাতালে ৮৬ জন রোগী ও ৩৮ জন কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন তাদের বিবৃতিতে বলেছে, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীদের বিভিন্ন সেবাকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, সুমি সিটি কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হামলায় হাসপাতাল ছাড়াও ৯টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button