আন্তর্জাতিক

হাসান নাসরাল্লাহর জানাজা ও দাফন আজ

প্রবাহ ডেস্ক : ইসরায়েলের বিমান হামলায় নিহত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহর জানাজা ও দাফন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ইরাকের একটি গণমাধ্যম সাবরিক নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। গতকাল বৃহস্পতিবার ভোরে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইরাকি সংবাদমাধ্যম সাবরিন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত হিজবুল্লাহপ্রধানের দাফন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। তবে নাসরাল্লাহর জানাজার স্থান ও দাফনের স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমটি। গত শুক্রবার লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সমর্থনে হিজবুল্লাহপ্রধানকে হত্যার জন্য নিউইয়র্কে জাতিসংঘ দপ্তর থেকে একটি আদেশ জারি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আদেশের পর, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ২০০০ হাজার পাউন্ডের বোমা ফেলে। সেখানে আরও অনেক বেসামরিক নাগরিকের সঙ্গে নাসরাল্লাহকে হত্যা করে। ৩২ বছর ধরে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ ৬৪ বছর বয়সে ইসরায়েলি হামলায় নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button